ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ পেরোল, মৃত ১৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৭ জুন ২০২০

ভারতে করোনাভাইরাস সংক্রমণের গতি আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৮ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এদিন মোট আক্রান্তের সংখ্যায় পাঁচ লাখের কোটাও পেরিয়ে গেছে তারা।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন। আক্রান্তের সংখ্যায় বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ তারা। এর আগে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। তবে সংক্রমণ যে হারে বাড়ছে তাতে ভারত কিছুদিনের মধ্যে রাশিয়াকেও ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত আটদিন ধরে দেশটিতে দৈনিক ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে, শেষ ছয়দিনে এক লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।

india

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৫৫২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩৮৪ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮৫ জন।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৯৫ হাজার ৮৮০ জন। সেখানে এখনও করোনা রোগীদের মধ্যে মৃত ও সুস্থ হয়ে ওঠার হার নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞদের দাবি, এই ব্যবস্থা অনেকটাই ভঙ্গুর অবস্থায় রয়েছে, সামান্য অসতর্কতায় যেকোনও মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।