মেক্সিকোয় নিয়ন্ত্রণহীন করোনা, একদিনে প্রাণ গেল ৬০২টি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৮ জুন ২০২০

করোনাভাইরাস মহামারির নিয়ন্ত্রণ হারাতে বসেছে মেক্সিকো। গত কয়েক সপ্তাহ ধরে লাতিন আমেরিকার দেশটিতে রোগীর সংখ্যা বাড়ছে হু হ করে, সেই সঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬০২ জন।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪ হাজার ৪১০ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৮০২ জন।

মেক্সিকোয় করোনায় এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৮১ জন। বিপরীতে, সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৩ হাজার ৭৯৭ জন।

গতকালও দেশটিতে অন্তত সাড়ে পাঁচ হাজার নতুন রোগী শনাক্ত ও সাত শতাধিক মৃত্যুর তথ্য জানিয়েছিল সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আক্রান্তের হিসাবে বর্তমানে বিশ্বের মধ্যে ১২তম অবস্থানে রয়েছে মেক্সিকো। তবে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে শিগগিরই তারা ওপরে থাকা ইরানকে ছাড়িয়ে ১১তম অবস্থানে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ডোমিটারস

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।