কাতালোনিয়ায় ফের লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৫ জুলাই ২০২০

স্পেনের কাতালোনিয়া অঞ্চলে নতুন করে আবার মহামারি করোনার সংক্রমণ দেখা দেওয়ায় প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষকে লকডাউন করে রাখা হয়েছে। কয়েক মাস ধরে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ জারি থাকার পর সম্প্রতি স্পেন থেকে লকডাউন প্রত্যাহারের পর নতুন করে এই সংক্রমণ শুরু হয়।

বার্সেলোনা থেকে ১৮০ কিলোমিটার পশ্চিমের জেইদা এলাকায় স্টে-অ্যাট-হোম অর্ডার জারি করতে চেয়ে আঞ্চলিক সরকার আদালতে আবেদন করেছিল। বিচারক তাতে অনুমোদন দেওয়ার পর উদ্বেগ দেখা দিয়েছে যে, কীভাবে আঞ্চলিক রাজধানী বার্সেলোনার পাশের ওই এলাকাটির ঊর্ধ্বমূখী সংক্রমণ ঠেকানো হবে।

চীনের পর করোনায় সবচেয়ে বিপর্যস্ত ছিল পর্যটন খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউরোপের দেশ স্পেন। দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৮ হাজারের বেশি। প্রাদুর্ভাব শুরুর পরই লকডাউন ঘোষণা করা ওই দেশটি গত ২১ জুন থেকে লকডাউন প্রত্যাহার করে।

তবে আশঙ্কার খবর হলো লকডাউন প্রত্যাহারে পর দেশটিতে নতুন করে করোনার আরও ১৭০টিরও বেশি ক্লাস্টার (গুচ্ছ সংক্রমণ) শনাক্ত হয়েছে। সেখান থেকে ভাইরাসটির বিস্তার দ্রুত ঘটতে শুরু করায় আঞ্চলিক কর্তৃপক্ষ ফের স্থানীয়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাতে হঠাৎ বিপদে পড়েছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ী।

এদিকে মহামারি করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জুলাই মাসের শুরু থেকে তো সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি। আক্রান্তদের ৫ লাখ ৮৩ হাজারের বেশি মারা গেছে। তবে সুস্থ হয়েছেন ৭৯ লাখের বেশি মানুষ।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।