করোনায় আক্রান্ত দ. আফ্রিকার দুই মন্ত্রী হাসপাতালে
দক্ষিণ আফ্রিকার মন্ত্রিসভার দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী থেমবেলানি জেসি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ওয়েদে মানতাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এ দুই মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক সপ্তাহ আগে পরীক্ষায় নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে স্বেচ্ছা-আইসোলেশনে ছিলেন তারা।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা মন্ত্রী জেসি এবং মানতাশির দ্রুত সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা এবং পর্যবেক্ষণ সুযোগ বেশি পাবেন তারা।
আফ্রিকা মহাদেশের এই দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৩ লাখ ৭২ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ হাজার ১৭৩ জন। করোনা সংক্রমণ শনাক্তের হারও এই দেশটিতে অনেক বেশি।
সূত্র: রয়টার্স।
এসআইএস/জেআইএম