‘ফিলিস্তিনে করোনা ছড়াচ্ছে ইসরায়েলি সৈন্যরা’
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচারে করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে শুরু করায় ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ করেছে ফিলিস্তিন। বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের মাঝে ইসরায়েলি সৈন্যরা করোনাভাইরাস ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনের বিশিষ্ট রাজনীতিকরা। তারা বলেছেন, ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে প্রবেশ করছে, চৌকি বসিয়ে তল্লাশি করছে।
এসব কারণে ফিলিস্তিনে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে অভিযোগ করেন তারা। এছাড়া করোনা সংক্রমণ বৃদ্ধির পেছনে বৃহৎ জনসমাগমের প্রভাবও আছে বলে তারা স্বীকার করেছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দৈনিক আল-হায়াত-জাদিদার এক প্রতিবেদনে বলা হয়, সৈন্যদের আক্রমণের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে ইসরায়েল। পিএ পরিচালিত প্রিজনারস ক্লাবের চেয়ারম্যান কাদুরা ফারেস বলেন, ফিলিস্তিনিদের বাড়িঘরে প্রবেশ করে ইসরায়েলি সৈন্যরা করোনা ছড়িয়ে দিচ্ছে।
এই ফিলিস্তিনিরা পরে নিজেদের অজান্তেই জনসাধারণ এবং কারাবন্দিদের মাঝে করোনার বিস্তার ঘটাচ্ছে। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মদ শতেয়াহ সীমান্ত অতিক্রম করে পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যরা করোনাভাইরাস ছড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ফিলিস্তিনে করোনায় আক্রান্তদের ৮২ শতাংশই সাধারণ নাগরিক। যাদের বেশিরভাগই বিয়ে বাড়ি এবং শোকের অনুষ্ঠানে গিয়েছিলেন। এছাড়া বাকি ১৮ শতাংশ দিনমজুর শ্রেণির মানুষ।
এসআইএস/জেআইএম