অবশেষে ‘করোনা নেগেটিভ’ ব্রাজিলের প্রেসিডেন্ট
গত দুই সপ্তাহে তিনবার করোনা টেস্ট করিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, প্রতিবারই ফলাফল ছিল ‘পজিটিভ’। অবশেষে চতুর্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে তার। শনিবার ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানিয়েছেন।
এদিন বোলসোনারোর এক টুইটে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায় এক বক্স হাইড্রোক্সিক্লোরোকুইন হাতে বসে থাকতে দেখা গেছে। যদিও, ম্যালেরিয়ার এ ওষুধটি কোভিড-১৯ চিকিৎসায় কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন রয়েছে বিজ্ঞানীদের। তবে বিশেষজ্ঞদের মতামতের তোয়াক্কা না করে বরাবরই হাইড্রোক্সিক্লোরোকুইনের গুণগান গাইতে শোনা গেছে ব্রাজিলের প্রেসিডেন্টকে। এ নিয়ে দ্বন্দ্বের জেরে এক স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তও করেছেন তিনি।
মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন করোনাভাইরাসকে শুরু থেকেই ‘সামান্য ফ্লু’ বলে হেলাফেলা করা বোলসোনারো। তার প্রশাসন করোনা প্রতিরোধে যথেষ্ট কড়াকড়ি আরোপ করেনি। অনেকের দাবি, সরকারের অবহেলার কারণেই আজ বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল।
লাতিন আমেরিকার দেশটিতে এ পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন অন্তত ৮৫ হাজার ২০০ জন।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএএ/