করোনা: যুক্তরাষ্ট্রে টানা চতুর্থ দিন হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৬ জুলাই ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে টানা চতুর্থ দিনের মতো এক হাজারের বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন এক হাজার ৬৭ জন; একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৮ হাজারের বেশি মানুষ।

এর আগে, বৃহস্পতিবার এক হাজার ১৪০, বুধবার এক হাজার ১৩৫, মঙ্গলবার এক হাজার ১৪১ জনের প্রাণ গেছে করোনায়। করোনার এই মহামারি নিয়ে হোয়াইট হাউসের একজন উপদেষ্টা বলেছেন, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বিশ্বে সবচেয়ে ভয়াবহ প্রকোপের মধ্যে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৭৪ হাজার ৪৩৭ জনে পৌঁছেছে এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৩৯১ জন। দেশটির অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের বেশিরভাগ এলাকায় করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

গত প্রায় ১২ দিন ধরেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকদিন গড়ে ৬০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রদেশে বিধি-নিষেধ উঠে যাওয়ার পর জুন থেকেই করোনায় সংক্রমণ আবারও বাড়তে শুরু করে। প্রথম দিকে করোনায় মৃত্যুপরী হয়ে ওঠা নিউইয়র্কে প্রকোপ কমে এলেও বর্তমানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো এখন নতুন কেন্দ্রে পরিণত হচ্ছে।

সূত্র: এএফপি।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।