করোনা সংকটে বিক্রি কমে অর্ধেক, ৬৪০ কোটি ডলার ক্ষতির মুখে নিসান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৮ জুলাই ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে বড় ক্ষতির মুখে পড়েছে জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান নিসান। এর প্রভাবে চলতি অর্থবছরে ৬৪০ কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

মহামারির অনিশ্চয়তায় বার্ষিক পূর্বাভাস ঘোষণায় কিছুটা বিলম্ব করছিল নিসান। এর আগে, বিক্রি কমে যাওয়ায় বছরের প্রথম প্রান্তিকে ২৮৫ দশমিক ৬ বিলিয়ন ইয়েন (২৭০ কোটি ডলার) ক্ষতির কথা জানিয়েছিল জাপানি প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার নিসান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, করোনা সংকটে তাদের বৈশ্বিক বিক্রির পরিমাণ কমে গেছে প্রায় ৫০ দশমিক ৫ শতাংশ। জাপান, চীন ও যুক্তরাষ্ট্রের বাজারেও ব্যাপকভাবে চাহিদা কমে গেছে নিসান গাড়ির।

তারা জানিয়েছে, এই সংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর কারণে গত বছরের তুলনায় নিসানের পণ্য বিক্রির পরিমাণ ২১ শতাংশ কমে যেতে পারে।

nissan-2.jpg

নিসানের চিফ অপারেটিং অফিসার মাকোতো উচিদা বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির প্রভাবে গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট চাহিদা প্রায় অর্ধেকে নেমে গেছে। বিভিন্ন কারখানা উৎপাদন বন্ধে বাধ্য হয়েছে। যেসব কারখানা চালু ছিল, বিক্রি কমে যাওয়ায় তাদেরও উৎপাদন ব্যাপক হারে কমে গেছে। এর কারণে একটা ভয়াবহ ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং অর্থনৈতিক প্রভাব পড়েছে।

মহামারি শুরুর আগে থেকেই অবশ্য ঝামেলায় ছিল নিসান। প্রতিষ্ঠানটির সাবেক প্রধান কার্লোস ঘোসন গ্রেফতার এবং জামিন নিয়ে জাপান থেকে পালিয়ে যাওয়ার প্রভাব পড়েছিল বাজারগুলোতে। গত বছর তাদের মোট বিক্রি প্রায় ১৫ শতাংশ কমে গিয়েছিল। এরপরেই আসে অভূতপূর্ব স্বাস্থ্য সংকট করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি। এর আঘাতে বড় সংকটে পড়েছে গোটা গাড়িনির্মাণ শিল্পই।

সূত্র: এশিয়া টাইমস

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।