করোনা : জুলাইয়ে ২৫ হাজার মানুষের মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনায় শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে শুধু জুলাই মাসেই প্রায় ২৫ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এই সময়ে ১৮টি অঙ্গরাজ্যে শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। রয়টার্স তাদের করা হিসাবের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি শিগগিরই পুনরায় সচল করার আশা দুরাশায় পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৪৫ লাখের বেশি এর মধ্যে শুধু জুলাইয়ে নতুন করে প্রায় ১৮ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যা গত মাসের তুলনায় বেড়েছে ৬৬ শতাংশ। এছাড়া জুলাইয়ে মৃতের সংখ্যা ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজারে।
জুলাইয়ে সর্বোচ্চ তিন লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যে। এ মাসে আড়াই লাখ করে নতুন করোনো রোগী নিয়ে এরপর তালিকায় রয়েছে যথাক্রমে ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস। এই তিন রাজ্যে জুনের তুলনায় কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানাচ্ছে রয়টার্স।
রয়টার্সের করা ওই হিসাব অনুযায়ী জুলাই মাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে এমন রাজ্যগুলো হলো আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, জর্জিয়া, হাওয়াই, ইডাহো, মিসিসিপি, মিসৌরি, মন্টানা, নেভাদা, ওকলাহোমা, ওরেগন, সাউথ ক্যারোলিনা, টেনেসি এবং ওয়েস্ট ভার্জিনিয়া।
সর্বনিম্ন (৭ শতাংশ বৃদ্ধি) শনাক্ত হয়েছে এমন রাজ্যগুলো হলো কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, নিউজার্সি এবং নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রে জুলাইয়ে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে ১৬ জুলাই; ৭৭ হাজারের বেশি। এছাড়া ৫০টির মধ্যে ৩৩টি রাজ্যে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত এবং ১৯টি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।
এসএ/এমএস