যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহে করোনায় আক্রান্ত ৯৭ হাজারের বেশি শিশু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১০ আগস্ট ২০২০

যুক্তরাষ্ট্রে গত জুলাই মাসের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি শিশু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর সিএনএন।

আমেরিকান একাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল এসোসিয়েশন যৌথভাবে ওই প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণায় দেখা গেছে, গত দু'সপ্তাহে বিভিন্ন অঙ্গরাজ্য এবং শহরগুলোতে শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিশুদের ওপর করোনাভাইরাসের প্রভাব এবং এই ভাইরাস ছড়িয়ে পড়ায় তরুণদের ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বোঝার চেষ্টা করছেন যে, এই মুহূর্তে শিশুদের স্কুলে ফেরানো ঠিক হবে কীনা।

ইতোমধ্যেই বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে। অপরদিকে, কিছু স্কুল পুণরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুল সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছে। তাদের কার্যক্রম শুরুর পর সেখানে নয়জন করোনায় আক্রান্ত হওয়ায় এ নিয়ে বেশ আলোচনা চলছে।

ওই স্কুলের প্রিন্সিপালের পাঠানো এক চিঠিতে নয়জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে যে, আক্রান্তদের মধ্যে ছয়জন শিক্ষার্থী এবং বাকি তিনজন স্টাফ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সম্প্রতি অনেক মার্কিন নেতাই বলেছেন যে, এই ভাইরাস শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে, প্রাপ্তবয়স্কদের মতোই কিছু শিশু ভাইরাস ছড়াতে ভূমিকা রাখে। গত মে মাস থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ শিশুর মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীন থেকে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাস বর্তমানে ২১৩টি দেশ ও অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন। তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৩ লাখ ৬৯ হাজার ১২৬। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৮১২ জন।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।