প্রথম ট্রায়ালে ইতিবাচক ফল কোভ্যাক্সিনের, শুরু হচ্ছে দ্বিতীয় ধাপ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০১ এএম, ১৫ আগস্ট ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে ভারতের তৈরি সম্ভাব্য ভ্যাকসিন কোভ্যাক্সিনের প্রথম ধাপের পরীক্ষার প্রাথমিক ফলাফল ইতিবাচক। আগামী মাসেই এর দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরু হতে যাচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়োটেক।

প্রথম ধাপের ট্রায়ালে ভারতজুড়ে মোট ১২টি কেন্দ্রে ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের ওপর এ ভ্যাকসিনের পরীক্ষা চলছে। আগস্টের শেষের দিকে সমাপ্ত হবে এই ধাপ।

দিল্লির এইমসের গবেষক সঞ্জয় রায় বলেছেন, এইমসে প্রথম ধাপের ট্রায়াল চলছে। এখন পর্যন্ত কারও শরীরে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এটা নিরাপদ বলেই মনে হচ্ছে। সুস্থ স্বেচ্ছাসেবকদের ওপর দ্বিতীয় ডোজ প্রয়োগের প্রস্তুতি চলছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলো আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ধাপের ট্রায়াল শুরুর প্রস্তুতি নিচ্ছে। বেশিরভাগ কেন্দ্রেই প্রথম ধাপের ট্রায়াল শেষের পথে। শিগগিরই এর ফলাফল জানা যাবে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে তিনটি সম্ভাব্য ভ্যাকসিন ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এগুলো হলো- ভারত বায়োটেক-আইসিএমআরের কোভ্যাক্সিন, জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সিএইচএডিওএক্স১এনকোভ-১৯ (ভারতে বলা হচ্ছে কোভিশিল্ড)। কোভিশিল্ডের পরীক্ষা ও উৎপাদন করছে পুনের সিরাম ইনস্টিটিউট। ভারতে শিগগিরই এর দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হবে।

সূত্র: এবিপি লাইভ
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।