এবার বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল

হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। তার হাতে পতাকা তুলে দিয়ে স্বাগত জানান দলটির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ।
ভারতে বিধানসভা নির্বাচনের আগে কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে টলিউড। সম্প্রতি বিজেপি তাক লাগিয়ে দেয় যশ দাশগুপ্তকে দলে টেনে। সংসদ সদস্য অভিনেত্রী নুসরাতের বন্ধু যশ ছাড়াও বিজেপিতে যোগ দেন পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, সুতপা সেন, অতনু রায়, অশোক ভদ্র, মল্লিকা বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে।
তবে আজ নাড্ডার সফরের শুরুতে হেস্টিংসে পায়েল সরকরের যোগদানটা ছিল চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চমকের পাল্টা জবাবও বলছেন অনেকে।
বুধবার টলিউড তারকার ঢল নেমেছিল তৃণমূলে। মমতার হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকসহ বেশ কয়েকজন।
এমএইচআর/এমকেএইচ