ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি আটক

ফাইল ছবি
ভারতের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রাজনগর সীমান্ত চৌকির এলাকা থেকে আটক করা হয়। সম্প্রতি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন তারা।
আটক হওয়া ওই দুই বাংলাদেশির নাম আজিজুল ইসলাম ও মো. সাহিন। তাদের দুইজনের বাড়ি রাজশাহী জেলায়।
বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশি নাগরিক এবং রাজমিস্ত্রির কাজ করেন। ২২ দিন আগে রাকিব শেখ নামে একজনের সহায়তায় ভারতে প্রবেশ করেন তারা। এ ঘটনার দুই দিন পর তারা শেখপাড়া এবং পরে লালগোলায় পৌঁছান। সেখানে রাজমিস্ত্রির কাজও করতেন। কিছু দিন পর তারা আর কোন কাজ খুঁজে পাননি। তাই রাজনগর সীমান্ত হয়ে আবার বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের ধরে ফেলে।
বিসএসএফ আরও জানিয়েছে, আটকের পর তাদের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএনআর/এমএস