কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর

ফাইল ছবি
কানে হেডফোন। হাতে মোবাইল। রেললাইনের উপরে বসে দুই বন্ধু। সে সময় চলে আসে ট্রেন। তার ধাক্কাতেই প্রাণ যায় তাদের। ভারতে পশ্চিমবঙ্গের জয়নগরে এ ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন সৌরভ মালিক ও রেজাউল শেখ। তারা দুজনেই বহুরুর বাসিন্দা। দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ। রেজাউল একটি বেসরকারি সংস্থার কর্মী।
স্থানীয়দের বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে, কানে হেডফোন লাগিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় কাকা পাড়ার রেলক্রসিংয়ের পাশে রেললাইনের উপর বসে মোবাইলে গেম খেলছিল তারা। সে সময় ট্রেনে ধাক্কা লাগে তাদের। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই দুজনের।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
এমএইচআর/এএসএম