সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ কুর্দি যোদ্ধা নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে তাদের একটি কমান্ডো একাডেমিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে হামলা চালানো হয়।
আরও পড়ুন: মার্কিন হামলার জবাবে যা জানালো হুথি
সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত কোনো নিকটবর্তী এলাকা থেকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা ওই ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এসডিএফ। এর আগে গত রোববার অপর একটি ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের একটি শাখা।
তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ওই হামলা থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য বা রিপোর্ট করা হয়নি। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ৮০০ মার্কিন সেনা সিরিয়ায় অবস্থান করছেন।
সম্প্রতি জর্ডানে এক মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গ্রুপগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগন জানিয়েছে যে, সিরিয়ায় তাদের মিশন সাপোর্ট সাইট ইউফ্রেটসে শনিবার একটি রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে ওই হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরান-সমর্থিত মিলিশিয়ারা সিরিয়ার দেইর আল-জোর শহরকে সন্ত্রাসী হামলার মঞ্চ হিসাবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে সোমবারের ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এসডিএফ।
এদিকে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে দেশটিতে মার্কিন ঘাঁটিতে ১০৮ বারের মতো মিলিশিয়াদের হামলায় সাত এসডিএফ কমান্ডো নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে বারবার মার্কিন জোটের হামলার কারণ কী?
ধারণা করা হচ্ছে, ইরাকি মিলিশিয়া গোষ্ঠীর শাখা দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) নামের সংগঠনকে প্রশিক্ষণ এবং অর্থায়ন করছে ইরান। রোববার তারা ইল ওমার তেলক্ষেত্রের কাছে মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে।
টিটিএন