হামলার শিকার হওয়া শহরে ফের ক্যাম্পেইন করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৭ জুলাই ২০২৪
নির্বাচনী প্রচারণায় গিয়ে বন্দুক হামলার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ছবি: এএফপি

সম্প্রতি পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণায় গিয়ে বন্দুক হামলার শিকার হন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সে সময় তার কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান। এবার সেই শহরে ফের নির্বাচনী ক্যাম্পেইন করার ঘোষণা দিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, একটি বড় ও সুন্দর ক্যাম্পেইনের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে আমি ফের আসছি।

তবে কবে এই ক্যাম্পেই করা হবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি ট্রাম্প। এ জন্য সমর্থকদের অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।

আরও পড়ুন>

দুই সপ্তাহ আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী ক্যাম্পেইনে বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প।

ওই হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন।

এ ঘটনার পর দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করে।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।