ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানালো পাকিস্তান
ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, বিচারবহির্ভূত হত্যা ও বিদেশ থেকে পরিচালিত হত্যাকাণ্ডের নিন্দা জানায়।
বিবৃতিতে হানিয়ার পরিবার ও ফিলিস্তিনের মানুষের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যে সময়ে এমন হামলা চালানো হলো তাতে আমরা হতবাক। ইরানের প্রেসিডেন্টের দায়িত্বগ্রহণের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশটিতে অনেক বিদেশি প্রতিনিধি দল ছিলেন। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীও এ সময় ইরানে ছিলেন।
আরও পড়ুন>
বলা হয়েছে, এ ধরনের ঘটনায় পরিস্থিতির আরও অবনতি ও ক্ষতিগ্রস্ত হবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা।
বুধবার (৩১ জুলাই) ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষীসহ তেহরানে নিহত হয়েছেন।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তেহরানে এক ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।
সূত্র: জিও নিউজ
এমএসএম