সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ আগস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৬ আগস্ট ২০২৪

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র বাংলাদেশে চলমান অস্থিরতা বিবেচনায় রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে যা জানা গেলো

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসিনা যে পদ্ধতিতে যুক্তরাজ্যের কাছে আশ্রয় চেয়েছেন, ব্রিটিশ অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। কারণ তাদের অভিবাসন আইন অনুযায়ী, ভ্রমণকারী কোনো ব্যক্তির যুক্তরাজ্যে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার নিয়ম নেই। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সেখানে আশ্রয় চাইতে পারবেন না শেখ হাসিনা। আগে থেকেই তাকে ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাতে হবে। কিন্তু হাসিনা সেই আবেদন করার সুযোগ পাননি।

মেঘালয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে কারফিউ জারি

বাংলাদেশে চলমান “সহিংস” পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করেছে ভারত। সোমবার (৫ আগস্ট) রাত থেকে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে। আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ২০০ মিটারের মধ্যে এ কারফিউ বলবৎ থাকবে।

সংক্ষিপ্ত নোটিশে ভারতে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা

বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিনের সূচনা হয়েছে গত ৫ আগস্ট। কোটা সংস্কার বিরোধী আন্দোলন থেকে এক দফা দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই ভারতে পালিয়ে যান তিনি।

পেট্রাপোল সীমান্তে কড়া নিরাপত্তা, বাংলাদেশি পর্যটকদের ভিড়

সোমবার (৫ আগষ্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের খবর প্রকাশ হতে না হতেই বাংলাদেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল শুরু করে সাধারণ মানুষ। এরই মধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। পশ্চিমবঙ্গের উত্তর২৪ পরগনা জেলার পেট্রাপোল বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পেট্রাপোল সীমান্ত থেকে সাধারণ মানুষ এবং বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছেন।

শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার বিষয়ে কি ভাবছে ভারত?

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কোনো পরিকল্পনা নেই ভারতের। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাজ্য আশ্রয় না দিলে কোথায় যাবেন শেখ হাসিনা?

এখন পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। তবে শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক টানাপোড়েনে পড়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পদত্যাগকারী প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে অতিরিক্ত সমর্থন দিলে বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে। এই ঝুঁকি নিতে রাজি নয় নয়াদিল্লি।

ইসরায়েলে ইরানের হামলার শঙ্কা, জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বাইডেনের বৈঠক

ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার উদ্বেগ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ করা হলে দেশটিকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে।

ডেমোক্রেটিক দল থেকে মনোনয়ন নিশ্চিত করলেন কমলা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদের মনোনয়ন নিশ্চিত করেছেন। সোমবার (৫ আগস্ট) শেষ হওয়া অনলাইন রোল কলে ডেমোক্র্যাটিক পার্টির ৯৯ শতাংশ প্রতিনিধির সমর্থন পান।

ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ আগস্ট) ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোন এবং রকেট দিয়ে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এখানেই শেষ নয়। আরও হামলা আসছে। তাদের এক শীর্ষ কমান্ডারকে গত সপ্তাহেই হত্যা করেছে ইসরায়েল। এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করেছে এই সশস্ত্র গোষ্ঠী।

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।