লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি থেকে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে ছোড়া রকেটের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিরোধ করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে বুধবার সর্বশেষ হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফলে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৮৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৪ হাজার ৪৪৫ জন।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলাডেলফি কোরিডর থেকে সেনা প্রত্যাহারের অস্বীকার করে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, পূর্ব জেনিনে চার হাজার বাসিন্দাকে বন্দুকের মুখে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।
অন্যদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের মতো কৌশল ব্যবহার করছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম