লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৪
লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল/ ছবি: এএফপি

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে আরও ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

সামাজিক মাধ্যমে এক পোস্টে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবানন, নাবাতিয়েহ, বেকা, বালবেক-হারমেল, মাউন্ট লেবানন এবং উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর এবং গ্রামে এবং লেবাননের অন্যান্য অংশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৩ জন।

এদিকে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের অন্যতম শীর্ষ নেতা হাসান সাফিয়েদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলে জানিয়েছে। গত শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আল-জাজিরাকে জানিয়েছেন লেবাননের একটি নিরাপত্তা সূত্র।

সাফিয়েদ্দিন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাকে সম্প্রতি নিহত হাসান নাসরাল্লার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আল জাজিরা জানিয়েছে, সাফিয়েদ্দিন হিজবুল্লাহর একজন অতি গোপনীয় নেতা হিসেবে পরিচিত। অনেকেই বিশ্বাস করতেন, তিনি নাসরাল্লার স্থলাভিষিক্ত হবেন। কিন্তু শুক্রবার সকালে বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলি হামলার পর থেকে তার কোনো খবর না পাওয়ায় হিজবুল্লাহর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।