গঙ্গায় ডুবে গেছে বাংলাদেশি কার্গো জাহাজ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৫

পশ্চিমবঙ্গের হুগলির ত্রিবেণী থেকে ছাই নিয়ে গঙ্গা নদী দিয়ে বাংলাদেশে ফেরার সময় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। বাংলাদেশের সেই কার্গো জাহাজটির নাম এমভি বছির উদ্দিন কাজি।

গঙ্গায় তলিয়ে যাওয়ার সময় জাহাজটিতে কর্মীরা ছিল। এরই মধ্যে সেই কার্গো জাহাজটি পানি থেকে তোলার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই নিতে এসেছিল বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এমডি বছির উদ্দিন কাজি। তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে ছাই বোঝাই করে দেশে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল জাহাজটি। ঠিক সেই সময় বিপত্তি ঘটে।

জাহাজের কর্মীরা জানিয়েছেন, হঠাৎ জাহাজের তলায় একটি বিকট শব্দ হয়। তারপরই জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। এরপরই দেখা যায় জাহাজটি একটা দিক কাত হয়ে গেছে।

জাহাজে থাকা কর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই স্থানীয় প্রশাসন ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করে।

জানা গেছে, ছাই খালি করতে সাতদিনের মতো সময় লাগবে। এরপর জাহাজটি মেরামত করে ফের বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবে।

এই বিষয়ে প্রত্যক্ষদর্শী প্রবীর দাস জানিয়েছেন, ত্রিবেণী থেকে জাহাজটি আসছিল। গঙ্গা নদীর চড়ে জাহাজটি আটকে যায়। জোয়ারের পানি ওঠায় জাহাজটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী প্রবীর দাস আরও জানিয়েছেন, ভাটা হলে জাহাজটি দেখা যাচ্ছে এবং জোয়ার হলেই ডুবে যাচ্ছে। জাহাজটি খালি করা হচ্ছে।

ডিডি/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।