সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ জানুয়ারি ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য।

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি
গাজা থেকে চারজন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার (২৫ জানুয়ারি) গাজার প্যালেস্টাইন স্কোয়ারে তাদের রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। হামাস জানিয়েছে, মুক্তি পাওয়া চার সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। তারা ইসরায়েলি সামরিক পোশাক পরিহিত অবস্থায় ছিলেন এবং মুক্তির সময় ভিড় করা জনতার উদ্দেশে হাত নাড়েন।

বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। দেশটির ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথিতে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্পের ভিসা নীতি
যুক্তরাষ্ট্রে এমবিএ করার স্বপ্ন নিয়ে ঘুরছেন আশিস চৌহান (ছদ্মনাম)। আগামী বছর যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তিনি। এই লক্ষ্য তার ‘মাথায় গেঁথে আছে’। আর্থিক ব্যবস্থাপনা খাতে কর্মরত ২৯ বছর বয়সী এই ভারতীয় তরুণ এমবিএ’র পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রেই চাকরি করতে চান। কিন্তু তাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে নতুন ভিসা নীতি।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করে না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন করে না। গত শুক্রবার (২৪ জানুয়ারি) চীনা বার্তা সংস্থা শিনহুয়ার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুবিও বলেছেন, তাইওয়ান ইস্যুটি শান্তিপূর্ণ পদ্ধতিতে এমনভাবে সমাধান হওয়া উচিত, যা তাইওয়ান প্রণালীর উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে।

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা
ভারতের কর্ণাটকে ২৮ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাজ্যের রামামূর্তির কালকেরে লেকের কাছে তার মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে মাটির নিচে গোপন বাঙ্কারের খোঁজ
বাংলাদেশ-ভারত সীমান্তের ভারতীয় অংশে একটি আমবাগানে চারটি গোপন বাঙ্কারের খোঁজ পেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সেই বাঙ্কার থেকে কোনো অস্ত্র-গোলাবারুদ নয়, উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়ায়।

ভোট বাড়াতে নগদ অর্থ ছড়াচ্ছেন ভারতের রাজনীতিবিদরা
ভারতের রাজনৈতিক মহলে নগদ অর্থ বিতরণের প্রবণতা দিন দিন বাড়ছে। সম্প্রতি দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) নারী কল্যাণের জন্য প্রতি মাসে এক হাজার রুপি বিতরণের এক নতুন কর্মসূচি চালু করে। তবে, তাদের এই উদ্যোগকে প্রতারণামূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায় কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অথচ তারাই আবার দিল্লির স্থানীয় নির্বাচনের আগে ঘোষণা দিয়েছে—নারীদের জন্য মাসিক আড়াই হাজার রুপি বিতরণ করবে দলটি।

জম্মু-কাশ্মীরে রহস্যময় রোগে ১৭ জনের মৃত্যু, তদন্তে প্রশাসন
ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে এক রহস্যজনক রোগে ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৩ জনই শিশু। শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ
নতুন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ নিশ্চিত করেছেন পিট হেগসেথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সিনেটেও তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আগে তার বিরুদ্ধে অসদাচারণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তার নিয়োগ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সব বাঁধা পেরিয়ে নিজের অবস্থান নিশ্চিত করেছেন পিট হেগসেথ।

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। শতাধিক ড্রোন দিয়ে মস্কোর ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। দুদেশের মধ্যে চলমান সংঘাতে একদিনে অন্যতম বড় ধরনের হামলার ঘটনা এটি।

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।