বাংলাদেশে এই প্রথম অনলাইন শস্য উৎসব

দেশের অন্যতম হোলসেল মার্কেটপ্লেস ‘সদাগর ডটকম’র আয়োজনে শুরু হয়েছে ‘সদাগর শস্য উৎসব ২০২১’। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে উৎসবের উদ্বোধন করেন অভিনেতা জাহিদ হাসান। কৃষকের মুখে হাসি ফোটাতে আয়োজনের স্লোগান ‘শস্যই নিশ্চয়তা, শস্যই সমৃদ্ধি’।
জানা যায়, এ আয়োজনে একজন পাইকারি উদ্যোক্তা দেশের যেকোনো প্রান্ত থেকে স্পেশাল মিনিকেট চাল মাত্র ৪০ টাকায় কিনতে পারবেন। যা এ যাবৎকালের সর্বোচ্চ পাইকারি অফার।
আয়োজকরা জানান, একজন উদ্যোক্তা একদিনে ৫ টন থেকে শুরু করে সর্বোচ্চ ৩২ টন পর্যন্ত চাল অর্ডার করতে পারবেন। বুকিংয়ের তারিখ থেকে প্রথম ৭ দিনের মধ্যে চালের প্রথম কিস্তির চালান পেয়ে যাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী, চিফ স্ট্রাটেজি অফিসার জাহিদুল আলম শাহ, শস্য উৎসবের প্রজেক্ট ডিরেক্টর নোমান রবিন, সংগীতশিল্পী নাসিম আলী খান প্রমুখ।
সদাগর ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ চৌধুরী বলেন, ‘উৎসবের মূল উদ্দেশ্য সরাসরি কৃষকের ঘর থেকে শস্য পৌঁছে যাবে পাইকারের ঘরে। কৃষক পাবেন ন্যায্য মূল্য। পাইকারি ব্যবসায় আসবে সর্বোচ্চ গতি। আমরা সরকারের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সরকারের আইসিটি বিভাগের সহযোগিতায় মানুষের পাশে থাকতে কাজ করছি।’
অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘কৃষকদের পাশে থাকার এ আয়োজনের জন্য সদাগর ডটকমকে অনেক ধন্যবাদ। এর মাধ্যমে কৃষকের উন্নয়ন হলেই দেশ এগিয়ে যাবে।’
এসইউ/এমএস