এইচএসসি পাসে জনবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ, আবেদন ফি ২০০ টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ পুলিশের লোগো। ফাইল ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটির খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরকারি ডাকযোগে পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ
বিভাগের নাম: রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা

পদের বিবরণ

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই খুলনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: খুলনা

বয়স: ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

যাকে সম্বোধন করে আবেদনপত্র পাঠাতে হবে: সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বাংলাদেশ পুলিশ এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেঞ্জ ডিআইজি, খুলনা, বাংলাদেশ পুলিশ, খুলনা।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ১-২২১১-০০০০-২০৩১ এই কোডে ২০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই ট্রেজারি চালানের রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরকারি ডাকযোগে পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

সূত্র: যুগান্তর, ১৫ নভেম্বর ২০২৪

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।