করোনা-সিন্ডিকেটে মাস্ক ও পণ্যদ্রব্যের দাম যেন না বাড়ে : হাইকোর্ট
সিন্ডিকেট করে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের মতো প্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের দাম যেন না বাড়ে সে দিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মজুদদার ও সিন্টিকেট ব্যবসায়ী ধরতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচলনা করতে হবে। দাম বাড়ালে বা মজুদ করলে কঠিন শাস্তমূলক ব্যবস্থা যেন নেওয়া হয়, সেটিও করতে বলেছেন আদালত।
একইসঙ্গে বিমানবন্দরে থার্মাল স্ক্যানার নষ্ট থাকায় ক্ষোভ জানিয়ে আদালত প্রত্যেক বিমান, স্থল ও নৌবন্দরে পর্যাপ্ত স্ক্যানারের ব্যবস্থা করতে বলেছেন হাইকোর্ট। এ ছাড়া গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করতেও বলা হয়েছে।
করোনা চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদেরর জন্য প্রয়োজনীয় পোশাকের মজুদ বাড়াতেও বলেছে হাইকোর্ট।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের ওপর শুনানিতে সোমবার (৯ মার্চ ) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এসব কথা বলেন। আদালত আরও বলেছেন, করোনাআক্রান্ত দেশ থেকে যারা আসবেন তাদের স্বাস্থ্য সনদ না থাকলে ফেরত পাঠাতে হবে। প্রবাসে যেতে যদি প্রয়োজন হয় তাহলে তাদের জন্য দ্রুত স্বাস্থ্য সনদের ব্যবস্থা করতে হবে।
আইইডিসিআরের ব্রিফিংয়ে বাড়তি কথা না বলারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেন, বাড়তি কথায় আতঙ্ক সৃষ্টি হতে পারে।
এরআগে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়।
সোমবার (৯ মার্চ) এ প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এর আগে, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী ব্যবস্থা নিয়েছে সোমবারের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
এফএইচ/এনএফ/এমকেএইচ