সরকারের উচিত বিনামূল্যে মাস্ক দেয়া : হাইকোর্টে মওদুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৯ মার্চ ২০২০

করোনাভাইরাস নিয়ে হাইকোর্টের শুনানিতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘করোনা ভাইরাসজনিত কারণে দেশে মাস্কের দাম বাড়িয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। সরকারের উচিত বিনামূল্যে মাস্ক সরবরাহ করা। এ ছাড়া করোনায় অন্যান্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যাতে না ঘটে তার নির্দেশ দেয়া।’

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত প্রতিবেদনের শুনানির সময় সোমবার (৯ মার্চ ) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে তিনি এমন পরামর্শ দেন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের জনগণকে বিনামূল্যে মাস্ক সরবরাহের জন্য নির্দেশনা দিতেও শুনানিতে আদালতকে বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।

ব্যারিস্টার মওদুদ আদালতকে বলেন, ‘করোনাভাইরাস বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে। আমাদের দেশে সরকার করোনাভাইরাস মোকাবিলায় ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। তবে, সেটা যেন আরও পর্যাপ্ত পরিমাণে হয়। কিন্তু ২০ টাকার মাস্কের দাম ১২০ টাকা করে বিক্রি করা হচ্ছে। দেশের জনগণকে মাস্ক বিনামূল্যে সরবরাহ করতে আদালত সরকারকে আদেশ দিতে পারেন।’

তখন আদালত বলেন, ‘আমরা এ মুহূর্তে কোনও আদেশ দিচ্ছি না। কারণ, সরকার করোনাভাইরাস মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। তবে করোনা আক্রান্ত বা সম্ভাব্য আক্রান্তদের ক্ষেত্রে মাস্ক বিনামূল্যে সরবারহ করা যেতে পারে।’

মাস্ক বা করোনাভাইরাস মোকাবিলার কোনও সরঞ্জাম নিয়ে কেউ কালোবাজারি করলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন আদালত।

এর আগে আজ করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়

এফএইচ/জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।