করোনা বিবেচনায় সত্তরোর্ধ্ব খালেদার মুক্তি চাইলেন খোকন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসে ৬০ বছরের বেশি বয়সী মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স এখন প্রায় ৭৫ বছর। তাই উনি ঝুঁকিতে আছেন। এ জন্য তার মুক্তি দাবি করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে বার অ্যাসোসিয়েশনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খোকন। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেখানে হাজার হাজার ডাক্তার, নার্স এবং কর্মচারী কাজ করেন। ডাক্তার ও নার্সেরই প্রটেকশন নেই। আর যেহেতু ষাটোর্ধ্ব মানুষ বেশি ঝুঁকিতে, খালেদা জিয়ার বয়সও পঁচাত্তোর্ধ্ব; তার করোনাভাইরাসের ঝুঁকি বেশি। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।

তিনি বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। ইতোমধ্যে বাংলাদেশও আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। বিশ্বের বিভিন্ন দেশে করোনার মধ্যে হাজার হাজার মানুষ মারা গেছে।

মাহবুব উদ্দিন খোকন বলেন, এই রোগের প্রার্দুভাবে এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে কারাবন্দিদের মুক্তি দেয়া হয়েছে। তাই সরকার বিশেষ বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের কাছে আপিল করছি খালেদার মুক্তির জন্য।

এফএইচ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।