করোনা প্রতিরোধে সুপ্রিম কোর্টে হাত ধোয়ার ব্যবস্থা
চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন সব দেশেল মানুষ করোনা আতঙ্কে। সবার মুখে একই প্রশ্ন, কীভাবে থামবে এই প্রাণঘাতী ভাইরাস?
তবে, করোনাভাইরাস প্রাথমিকভাবে হাত ধুয়ে রোধ করা যায়। তাই এই ভাইরাস প্রতিরোধে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় হাত ধোয়ার ব্যবস্থা করেছে গণপূর্ত অধিদফতর।
মঙ্গলবার সকাল থেকে এ ব্যবস্থা করা হয়েছে। যারা আদালত প্রাঙ্গণে আসছেন তারা হাত ধুয়ে নিচ্ছেন। তবে এরই মধ্যে বেলা ১টার দিকে লিকুইড সাবান শেষ হয়ে গেছে। তারপরও মানুষ শুধু পানি দিয়ে হাত ধোয়ার কাজ করছেন। এরই মধ্যে সাবান আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান একজন।
কথা বলা, হাঁচি, কাশির সময় মুখ থেকে বেরুনো ছিটেফোঁটা থেকেই ছড়ায় এই ভাইরাস। আক্রান্তের মুখ থেকে সেই ছিটেফোঁটা যদি হাতে এসে লাগে, তারপর সেই হাত যারই মুখ, নাক, চোখের সংস্পর্শে আসবে, তারই সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিজেকে কীভাবে রক্ষা করবেন?
করোনা প্রতিরোধে সবার আগে মাথায় রাখতে হবে হাত ধোয়ার বিষয়টি। বেসিক পার্সোনাল হাইজিন মেনে চলতে হবে। এছাড়া যাদের ঠাণ্ডা লেগেছে, হাঁচি-কাশি হচ্ছে, তাদের থেকে দূরে থাকা, মাস্ক পরা এগুলো তো থাকছেই।
হাত ধোয়া বনাম হ্যান্ড স্যানিটাইজার
বিশেষজ্ঞরা বলছেন, হাত না ধুয়ে শুধু স্যানিটাইজার ব্যবহার করলেই হাত থেকে সব ভাইরাস ও ব্যাকটেরিয়া তাড়ানো যায় না। তাই যখন হাত ধোয়ার জন্য আপনার কাছে একেবারেই পানি নেই, শুধুমাত্র তখনই স্যানিটাইজার ব্যবহার করুন। একইসঙ্গে, হাত সাবান দিয়ে ধুলেই যে আপনার হাতের সব জীবাণু উধাও হয়ে যাবে, তাও সঠিক নয়। তাহলে কী করবেন? দেখে নেয়া যাক, ভাইরাস হাত থেকে দূর করতে হলে কী উপায়ে হাত ধুতে হবে।
হাত ধোয়ার সঠিক নিয়ম
১. পরিষ্কার রানিং ওয়াটারে হাতটা প্রথমে ভিজিয়ে নিন। এবার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।
২. সাবানের সাহায্যে হাতে-আঙুলে ফ্যানা তৈরি করুন।
৩. খেয়াল রাখবেন, ফ্যানা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নিচ পর্যন্ত পৌঁছায়।
৪. অন্তত ২০ সেকেন্ড দুটো হাত ঘষাটা জরুরি। এর ফলে হাতের ময়লা, ত্বকের মাইক্রোবগুলো ওঠে যায়।
৫. হাত ঘষে ধোয়া শেষ হলে ফের পরিষ্কার পানিতে হাত ধুয়ে ফেলুন।
৭. শুধু নিজে ব্যবহার করেন, এমন পরিষ্কার তোয়ালে নিয়ে হাতটা মুছে নিন বা এয়ার-ড্রাই করে নিন। এসব নিয়ম মেনে চলুন সুস্থ থাকুন। সতর্ক থাকুন।
এফএইচ/এমএসএইচ/পিআর