প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীদের ১০০ কোটি টাকার আবেদন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশেও প্রভাব বিস্তার করায় দীর্ঘদিন ধরে আদালতের কার্যক্রম বন্ধ। এ সময় অধিকাংশ আইনজীবী পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। এমন পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের সাময়িক কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর কাছে জরুরি ভিত্তিতে একশত দুই কোটি টাকা অনুদানের আবেদন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বারের সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান প্রধানমন্ত্রীর কাছে একশত কোটি ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের কাছ দুই কোটি টাকার অনুদানের আবেদন করেন।
এ বিষয় হোসেন আলী খান হাসান জাগো নিউজকে বলেন, বর্তমানে আদালত পাড়া বন্ধ। আইনজীবীদের আয় ইনকাম নেই। আইনজীবীদের চলা কষ্টকর হয়ে পড়েছে। তাদের সহযোগিতার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে একশত কোটি ও বার কাউন্সিলের কাছে দুই কোটি টাকার আবেদন করেছি।
আবেদনে বলা হয়েছে, ঢাকা আইনজীবী সমিতি বিশ্বের সর্ববৃহৎ আইনজীবী সমিতি। বর্তমানে এই সমিতির সদস্য সংখ্যা ২৫ হাজারের ঊর্ধ্বে। করোনা ভাইরাস বর্তমান বিশ্বে মহামারি আকার ধারণ করে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। করোনা ভাইরাস বাংলাদেশেও প্রভাব বিস্তার করায় দীর্ঘদিন যাবত আদালত কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ আইনজীবীরা পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছে।
জেএ/এএইচ/এমএস