ফুলকোর্ট সভা হবে ভিডিও কনফারেন্সে
সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার ও হাইকোর্ট এবং বিচারিক আদালত চালুর সিদ্ধান্ত স্থগিত করে বিচারপতিদের সঙ্গে আলোচনা করতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করবেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুলকোর্ট সভা হবে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক বিষয়ে আলোচনা করতেই ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।
জানা গেছে, করোনাভাইরাসের পরিস্থিতিতে আদালত স্বল্প পরিসরে চালু করা হবে কি না, ফুলকোর্ট সভায় সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে অপর একটি সার্কুলার জারি করে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও জেলা দায়রা জজ আদালত খোলার সিদ্ধান্ত ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
এফএইচ/জেডএ/জেআইএম