করোনায় আক্রান্ত হাইকোর্টের এক বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৮ মে ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার শুরুর দিকে সামান্য জ্বর ও কাশিতে ভুগছিলেন। গত ১০ মে বিচারপতিদের ভিডিও কনফারেন্স ছিল। কিন্তু অধিক জ্বর ও অন্যান্য অসুস্থতার কারণে তিনি সে কনফারেন্সে যোগ দিতে পারেননি।

এরপর গত ১১ মে তিনি নমুনা পরীক্ষা করতে দিলে তার করোনাভাইরাস পজিটিভ আসে। এ সময় তিনি বাসায়ই অবস্থান করছিলেন। তবে গত ১৩ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনা ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইএইচ) ভর্তি করা হয়। চিকিৎসার জন্য বর্তমানে তিনি সিএমএইচেই আছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ মে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের এক পরিপত্রের মাধ্যমে হাইকোর্টে ১৮ জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। ওই ১৮ বিচারপতির মধ্যে বিচারপতি শশাঙ্ক শেখর সরকারও ছিলেন। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এফএইচ/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।