অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন নিজের জমানো টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ২৪ মে ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায়দের মাঝে নিজের ব্যক্তিগত জমানো টাকা বিলিয়ে দিয়েছেন এক আইনজীবী।

তার নাম অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম রাহুল। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ুনের জুনিয়র।

এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী মো. মনিরুল ইসলাম রাহুল বলেন, ‘আমি গত ১৭ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে আছি। শত ইচ্ছে থাকা সত্ত্বেও এই মহামারিতে আমি সশরীরে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, অসহায়দের সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছিলাম। এর মধ্যে আমার মনে হলো, করোনা পরবর্তীতে যদি বেঁচে থাকি, তবে আমার আইনজীবী পেশার ভালো কাজে ইনকাম করার সুযোগ আছে। তাই আমার নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিই।’

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আমার ফেসবুক ফেন্ডস লিস্টে যদি কেউ আর্থিক সমস্যায় থাকেন, যার একান্ত সহযোগিতা প্রয়োজন বা আপনাদের আশপাশে কেউ আর্থিক সমস্যায় আছেন। তাদের প্রতিনিধি হয়ে আমার মেসেঞ্জারে যোগাযোগ করার অনুরোধ রইল। ক্ষুদ্র পরিসরে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সকলকে নিয়ে ভালো থাকাই ভালো থাকা।’

এরপরই আবেদনের ভিত্তিতে তিনি অসহায়দের সহায়তা করেন।

তিনি বলেন, ‘আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি অসচ্ছল মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছিলাম। কিন্তু এর মধ্যে অনেকে ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করেন তাদের সহযোগিতা করার জন্য সেই আহ্বানে সাড়া দিয়ে আমার অনেক কষ্টের জমানো টাকা তাদের মাঝে বিলিয়ে দেই।’

এফএইচ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।