করোনা শেষে আবার মিলিত হওয়ার আশা আইনমন্ত্রীর
করোনা শেষে আবার মিলিত হওয়ার আশা প্রকাশ করছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৫ মে) রাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভিডিও বার্তায় করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে ঈদ পালন করতে হচ্ছে। আমাদের আয়োজন সীমিত। মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদেরকে এ অবস্থা থেকে পরিত্রাণ দেন। আমরা যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলি তাহলে এ অবস্থা থেকে দ্রুত মুক্তি পাব।
উল্লেখ্য সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস।ফলে করোনায় মোট ৫০১ জন মারা গেলেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৫ জন। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে।
এফএইচ/এএইচ/জেআইএম