করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৭ এএম, ২৭ মে ২০২০

অডিও শুনুন

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শওকত হোসেন অপু (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আইনজীবী হিসাবে তিনি দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুম শওকত হোসেন অপুর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে। তিনি ১৯৯১ সনের ১০ সেপ্টেম্বর আইনপেশার সনদপ্রাপ্ত হন। ১৯৯২ সনের ১০ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। আইন পেশায় আসার পূর্বে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন মরহুম শওকত হোসেন।

জেএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।