সুপ্রিম কোর্টের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ করোনায় আক্রান্ত
এবার মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজ করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান, তিনি শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। এর মধ্যে ঈদের দিন থেকে আরও বেশি শ্বাসকষ্ট শুরু হলে এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি মুমূর্ষু অবস্থায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই মানবাধিকার কর্মীকে প্লাজমা দিয়ে সাহায়্য করার জন্য আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। ওনার ব্লাড গ্রুপ ও পজিটিভ (0+)। এর মধ্যে ওনার প্লাজমা দেয়া শুরু হয়েছে।
ফৌজিয়া করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ১৯৮২ সালে আইন পেশায় নিয়োজিত হন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি তিনি।
আইনজীবী আমিন উদ্দিন মানিক বলেন, আমরা ওনার সুস্থতার জন্য দেশের সব মানুষের কাছে দোয়া চাই। তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। এই নারী সহকর্মীর জন্য দোয়া চেয়েছেন তার আইনজীবী বন্ধুরাও।
এফএইচ/এমএফ/জেআইএম