করোনায় সুপ্রিম কোর্টের আরও এক আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৩ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আরও এক সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ (৭০)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরের দিন শুক্রবার গ্রামের বাড়ি ভোলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃতের স্ত্রী ও পুত্র করোনা আক্রান্ত হয়ে ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মনিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরে তার লাশ গ্রামের বাড়ি ভোলা জেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে পরিবারিকভাবে তাকে দাফন করা হয়েছে।

অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ একাধারে সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতি এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।

এ নিয়ে মহিউদ্দিনসহ সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন।

এফএইচ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।