করোনায় স্বাস্থ্যসেবা নিয়ে হাইকোর্টের সাত নির্দেশনা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৬ জুন ২০২০

করোনাকালে রোগীদের ফিরিয়ে দেয়া, অবহেলায় মৃত্যু, আইসিইউ বণ্টন, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, অক্সিজেন সরবরাহ ও বিভিন্ন বিষয় নিয়ে কয়েক দফায় দেয়া হাইকোর্টের ১০ নির্দেশনা ও অভিমতের মধ্যে ৮টি স্থগিত করে তিনটি বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (১৬জুন) আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বারজজ আদালত এই আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

অন্যদিকে, রিটের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না, ইয়াদিয়া জামান, ব্যারিস্টার অনিক আর হক, আইনুন্নাহার সিদ্দিকা এবং জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল। আরও ছিলেন আইনজীবী মো. নাজমুল হুদা, মোহাম্মদ মেহেদী হাসান, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

এর আগে সোমবার (১৫ জুন) করোনাভাইরাসের এ দুর্যোগকালে অক্সিজেন সিলিন্ডারের মূল্য নির্ধারণ, বেসরকারি হাসপাতাল মনিটরিংসহ সব রোগীর চিকিৎসা নিশ্চিত করা নিয়ে ১০ নির্দেশনা দেন হাইকোর্ট

মঙ্গলবার (১৬) হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারজজ আদালতে এই আবেদন করা হয় বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ব্যারিস্টার এহসানুর রহমান জাগো নিউজকে জানান, করোনাকালে হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেয়া, অবহেলায় মৃত্যু, আইসিইউ বণ্টন, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, অক্সিজেন সরবরাহ ও লকডাউন নিয়ে হাইকোর্টের ১০ দফা নির্দেশনা ও অভিমতের মধ্যে ৮টি স্থগিত করে তিনটি বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

তিনি বলেন, 'আমরা এখন মহামান্য হাইকোর্টে আগামী ৩০ জুনের মধ্যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক কী প্রতিবেদন জমা দেন সেটি দেখে পরবর্তী আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেব।'

অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের জানান, আমরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছিলাম।

১০টির মধ্যে ১, ৮ ও ৯ নম্বর নির্দেশনা ও অভিমত বহাল রয়েছে। বাকিগুলো স্থগিত করেছেন চেম্বার আদালত। বহাল থাকা ১ নম্বর নির্দেশনা হলো ৩০ জুনের মধ্যে একটা প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন, এটা রেখেছেন। সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে। ৮ নম্বর ছিল আইসিইউতে যেন রিজনেবল প্রাইস নেয়া হয়। এটা রেখছেন।

'৯ নম্বর হলো- অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডারের দাম নির্দিষ্ট করে দিতে বলেছেন। আদালত এটা বহাল রেখেছেন।এ তিনটা ছাড়া বাকিগুলো স্টে (স্থগিত) করে দিয়েছেন',- বলেন তিনি।

এর আগে পৃথক পৃথক পাঁচটি রিটের শুনানি নিয়ে সোমবার (১৫ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালত এ সংক্রান্ত আদেশ দিয়েছিলেন।

এফএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।