আইনজীবী দুই ভাই করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২১ জুন ২০২০

একই পেশায় আইনজীবী হিসেবে কর্মরত আপন দুই ভাইয়ের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তারা দুই জনই বাসায় আইসোলেশনে আছেন।

তাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুর রহমান খান সোহাগ। অপরজন ঢাকা আইনজীবী সমিতির (বারের) বর্তমান লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান খান রুকু।

তাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী মানিক জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন তারা। তাদের সুস্থতার জন্য দেশের সবার কাছে দোয়া প্রার্থী, আল্লাহ আমাদের সুস্থতা দান করুন।

অ্যাডভোকেট আনিসুর রহমান খান সোহাগ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ষষ্ঠ ব্যাচের ছাত্র এবং উনার ছোট ভাই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ১৩ ব্যাচের ছাত্র।

এর আগে গত ১ জুন প্রথমে করোনা আক্রান্ত হওয়ার খবর আসে সুপ্রিম কোর্টের মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ফৌজিয়া করিম ফিরোজের। এরপর আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রবিউল আলম বুদু আক্রান্ত হন।

জানা গেছে, ফৌজিয়া করিম রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরিছেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ঈদের দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পজিটিভ আসে। এর পরের দিন ২ জুন আইনজীবী ও সাবেক ছাত্রনেতা রবিউল আলম বুদু রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ডেপুটি আটর্নি জেনারেল আমনি উদ্দিন মানিক বলেন, তারা দুজনই চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মারিয়াম তৈমুর খন্দকারও করোনায় আক্রান্ত হয়ে বাসায় বসে চিকিৎসা নেন। এ ছাড়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক খান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও অসুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এরপর পর্যায়ক্রমে সুপ্রিম কোর্টের কমপক্ষে আরও ১৫ জন আইনজীবীর করোনা পজেটিভ রিপোর্ট আসার খবর পাওয়া যায়। এর মধ্যে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন এলাকার ছয়জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এফএইচ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।