নিকলি হাওর ঘুরে এলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা

দেশের সবচেয়ে বড় হাওরাঞ্চল কিশোরগঞ্জের নিকলি, মিঠামাইন ও অষ্টগ্রামের হাওরে নৌবিহার করেছেন সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী। নৌবিহারকে ঘিরে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়। তারা নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে শতাধিক আইনজীবী আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছাড়া নৌবিহারে বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট এজে ভুইয়া, নির্বাচিত প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল হক রাজা, কাজী জয়নাল আবেদীন, শরীফ ইউ আহমেদ, জসীম সরকারও উপস্থিত ছিলেন।
এছাড়া ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, খোরশেদ মিয়া আলম, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মাহবুব, ব্যারিস্টার আশিকুর রহমান, ব্যারিস্টার এম সাকিবুজ্জামান, মাহফুজ বিন ইউসুফ, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, মেহেদী হাসান, ব্যারিস্টার ওসমান চৌধুরী, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার আলী আক্কাস চৌধুরী, ব্যারিস্টার খালেদ মাহমুদুর রহমান আদনান, অ্যাডভোকেট রাশেদুল হাসান সুমন, আল ফয়সাল সিদ্দিকী, ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজীবসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
নৌবিহারের বিষয়ে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও আইনজীবী এএম জামিউল হক ফয়সাল জাগো নিউজকে বলেন, আমরা শতাধিক আইনজীবী কিশোরগঞ্জের নিকলিতে নৌবিহারে গিয়েছিলাম। সারাদিন নিকলি, মিঠামইন ও অষ্টগ্রামে আনন্দভ্রমণ শেষে রাতে ঢাকায় ফিরেছি।
তারা বলেন, সহকর্মী অ্যাডভোকেট মাহফুজ বিন ইউসুফ, জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার মেহেদী হাসান ও ব্যারিস্টার ওসমান চৌধুরীর সহযোগিতায় নিকলির সিংপুর ইউনিয়নে দুপুরের খাবার খেয়ে বিকেলে নৌকায় করে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে পৌঁছাই। সেখানে ঘোরাফেরা শেষে রাতে ঢাকায় ফিরেছি।
এই ভ্রমণের অন্যতম আয়োজক অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের আগমনে নিকলি উপজেলার জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ছিল এবং তারা আমাদের সর্ব ধরনের সহযোগিতা করেছেন। আইনজীবীদের তরফ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই।
নৌভ্রমণে দুটি সুসজ্জিত নৌকা দিয়ে আইনজীবীরা নিকলি হাওরের বিভিন্ন মোহনায় ঘুরেছেন। নৌকায় আইনজীবীরা ব্যাপক আনন্দ-উল্লাস, হৈ-হুল্লোড় করেছেন। সুপ্রিম কোর্ট থেকে নিজ নিজ গাড়ি ও বাসযোগে রওনা দেয়ার আগে তাদের অনেককে ছবি ও সেলফি তুলতে দেখা যায়।
এফএইচ/বিএ/এমকেএইচ