বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা

ধানমন্ডিতে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে অ্যার্টনি জেনারেলের নেতৃত্বে ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া হয়।
এ সময় সঙ্গে ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন মেহেদী, আজহারুল্লাহ ভূইয়া, আওসাফুর রহমান বুলু, রবিউল আলম বুধূ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু ও ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত প্রমুখ।
রোববার (১১ অক্টোবর) সকালে দায়িত্ব গ্রহণের পর বিকেলে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
এফএইচ/এফআর/পিআর