চাঁদপুরের বিএনপি-ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামিন হাইকোর্টে

তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মিছিলের পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় চাঁদপুরের পৌর বিএনপি ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
নেতাকর্মীদের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন।
জামিন আবেদনকারী আইনজীবী সগির হোসেন লিয়ন জাগো নিউজকে বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার মামলায় চাঁদপুর হাজিগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির ৬৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।’
তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে।’
এর আগে গত ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১২ জানুয়ারি চাঁদপুরের হাজিগঞ্জে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হন।
এ ঘটনায় পরের দিন ১৩ জানুয়ারি পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে স্থানীয় বিএনপির ১০৯ নেতাকর্মীকে আসামি করে মামলা করে পুলিশ। এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।
সেই মামলায় হাজিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নাজমুল আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমকেও আসামি করা হয়েছে।
এফএইচ/এমআরআর/ইএ/এমকেএইচ/জিকেএস