পিকে হালদারকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, হাইকোর্টে বিএসইসি

নিয়ম ভঙ্গ করায় প্রশান্ত কুমার (পিকে) হালদারকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে বিএসইসির কাছে এ সংক্রান্ত নথি তলব করেছেন আদালত।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দীন শামিমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এ মামলার শুনানি চলছে।
বিষয়টি জাগো নিউজকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এফএইচ/এমএইচআর/এমকেএইচ