ঈদের ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনায় ৬ বেঞ্চ গঠন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিসহ সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে হাইকোর্ট বিভাগের বিচারিক কাজ পরিচালিত হবে ছয়টি বেঞ্চে। সেই হিসেবে আগামী ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল বিভাগ) নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এসময় হাইকোর্টের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক জারিকৃত প্রধান বিচারপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৯ এপ্রিল) এ অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনায় ছয়টি অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। এরমধ্যে তিনটি একক ও তিনটি দ্বৈত বেঞ্চ রয়েছে। আগামী ৫-১২ মে পর্যন্ত এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এফএইচ/এএএইচ/এএসএম