বার কাউন্সিলের এমসিকিউ’র ফল প্রকাশ, উত্তীর্ণ ১০২৫৭

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণে এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ২৫৭ জন শিক্ষার্থী।
শুক্রবার (১৭ জুন) সারাদেশ থেকে এবার এ পরীক্ষায় ৪০ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষা হয়। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফল প্রকাশ করে আইনজীবীদের নিয়ন্ত্রণ ও সনদ প্রদানকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।
এদিকে ২৭ জনের ফল অপেক্ষমাণ রাখা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে এগুলোর ফল প্রকাশ করবে বার কাউন্সিল।
যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর হবে ভাইবা।
সবগুলো ক্যাটাগরি শেষ করে আইনজীবী হিসেবে সনদ নিয়ে নিজ নিজ বারে (আইনজীবী সমিতিতে) প্র্যাকটিস করবেন তারা।
বিস্তারিত ফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখান থেকে দেখা যাবে ফল। অথবা ফল দেখতে এখানে ক্লিক করুন।
বর্তমানে সারাদেশে প্রায় ৬০ হাজার আইনজীবী রয়েছেন।
এফএইচ/জেডএইচ/এমএস