সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ মারা গেছেন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) লিগ্যাল কো-অর্ডিনেটর অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবির (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১ জুলাই) দুপুর ১টার দিকে তিনি মারা যানা বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। ওইদিন সকালে স্ট্রোক করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২ জুলাই) বেলার অপর সিনিয়র আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবির রাজশাহী মহানগরীর গ্রেটার রোড কদমতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে পরিবেশ নিয়ে কাজ করেছেন। তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শুক্রবার রাতেই জানাজা শেষে রাজশাহীর নিজ বাড়িতে তাকে দাফন করা হয়েছে।
এফএইচ/এমএএইচ/জেআইএম