হাইকোর্টে ইশরাকসহ বিএনপির সাড়ে চারশ নেতাকর্মীর জামিন

পুলিশের কাজে বাধাদানসহ হামলা-ভাঙচুরের অভিযোগে রাজধানীর ধানমন্ডিসহ দেশের বিভিন্ন জেলার পৃথক পৃথক থানার দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে গৌরনদীতে হামলা-ভাঙচুরের মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনসহ সাড়ে চারশ নেতা কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
ঢাকা ছাড়া নেত্রকোনা, বরিশাল, নারায়ণগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহের সাত জেলার ৩০২ নেতাকর্মীদেরও আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।
আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান জানান, পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগে গত ২৪ নভেম্বর রাজধানীর খিলক্ষেত থানার মামলা,পুলিশের কর্তব্য কাজে বাধার অভিযোগে গত ২৩ নভেম্বর বাঢ্ড্ডা থানার মামলা, ককটেল বিস্ফোরণের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গত ২৭ নভেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গত ২১ নভেম্বর ককটেল বিস্ফোরণের অভিযোগের মামলায় ৪০ জন নেতাকর্মীর জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (৩০ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের আগাম জামিন দেন।
এদিকে ঢাকার দোহার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, বরিশাল, নেত্রকোনা, ময়মনসিংহ, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে দায়ের করা পৃথক নাশকতার মামলায় বিএনপির সাড়ে ৪০০ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।
উপস্থিত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, মাহমুদুল আরিফিন স্বপ্ন, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন,অ্যাডভোকেট রিজবাহুল কবির রিজভী, অ্যাডভোকেট রুকনুজ্জামান সুজা, অ্যাডভোকেট গোলাম আক্তার জাকির, অ্যাডভোকেট ইউনুস আলী রবি, আনিসুর রহমান রায়হান, মেহবুবা জুঁই, শেখ জুলফিকার আলম শিমুল, নুরে আলম সিদ্দিক, মাকসুদ উল্লাহ্, রাসেল আহমেদ, ফয়সাল সিদ্দিকী অলি, শামসুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট মু. কাইয়ুম, মো. সাগর হোসেন প্রমুখ।
এফএইচ/এমআইএইচএস/এএসএম