আদালতে যুবদল সভাপতি টুকু, ৭ দিনের রিমান্ড নিতে আবেদন

পুলিশের ওপর হামলার ঘটনায় করা রাজধানীর পল্টন থানার মামলায় জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। সেখানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য যুবদল সভাপতিকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপি। রাত ১১টার দিকে বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এ অভিযোগ করেন। এরপর রোববার দুপুরে টুকুকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেএ/এমএএইচ/জিকেএস