মামলায় সুনির্দিষ্ট অভিযোগ নেই: আসামিপক্ষের আইনজীবী

মামলায় সুনির্দিষ্ট অভিযোগ নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি শেষে তিনি এ কথা বলেন।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, পল্টন থানার মামলায় ১৫ জন আসামির মধ্যে ১৪ জনকে দুদিনের রিমান্ড দিয়েছে। তারা বলেছে বিএনপি অফিসে বোমা পেয়েছে, কিন্তু মামলা করেছে বোমা বাইরে ফাটিয়েছে। তার মানে বিএনপি অফিসে বোমা পায়নি।
তিনি বলেন, মতিঝিল থানার যে মামলায় রিমান্ড চেয়েছে সে মামলায় এর আগেই গ্রেফতার রয়েছে। তাহলে যেই আসামি পল্টন থানার মামলায় গ্রেফতার সেই আসামি কী করে মতিঝিলে গিয়ে বোমা ফাটালেন। এ মামলায় কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।
আরএসএম/এমআইএইচএস/জেআইএম