চট্টগ্রামে ১৬ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫৯ এএম, ০৩ আগস্ট ২০২৪

কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও নাশকতার অভিযোগে করা মামলায় চট্টগ্রামে ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের আদালত তিনজন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত ১৩ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

সাধারণত শুক্রবার নিয়মিত আদালত না বসলেও সাম্প্রতিক ঘটনা প্রবাহে চলতি বছরের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে জামিন শুনানি করেন উভয় আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, কোটা ইস্যুতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতারদের মধ্যে ১৩ জন এইচএসসি পরীক্ষার্থী ছিল। শুক্রবার তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে এইচএসসি পরীক্ষার্থী হিসেবে বিশেষ বিবেচনায় সবার জামিন মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

অন্যদিকে, চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জাগো নিউজকে বলেন, রাউজান, লোহাগাড়া ও বাঁশখালী থানার পৃথক তিন মামলায় গ্রেফতার তিন এইচএসসি পরীক্ষার্থীকে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিয়েছেন। এইচএসসি পরীক্ষার্থী বিবেচনায় তাদের দুই হাজার টাকার বন্ডে এ জামিন মঞ্জুর করেন আদালত।

সাম্প্রতিক ঘটনায় আরও কোনো এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার হয়ে থাকলে তাদের অভিভাবকদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানান জেলা পিপি।

এমডিআইএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।