নিম্ন আদালতের দ্বিতীয় ধাপের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৪ আগস্ট ২০২৪

কোটা আন্দোলন ঘিরে ঢাকার নিম্ন আদালতে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দ্বিতীয় ধাপের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় থানা থেকে আসা আসামিদের রিমান্ড ও জামিন শুনানির কার্যক্রম অনুষ্ঠিত হবে না।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিএমএম আদালতের চত্বরে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীরা হাজতখানার সামনে থাকা একটি প্রিজনভ্যান, কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এছাড়া সিজিএম আদালতের পেছনের গেটের নিচতলার সিড়ির রেলিং ভাঙচুর করেন। এরপর থেকে আদালত প্রাঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে।

কয়েকজন বিচারক জানান, আদালতে হামলার ঘটনার পর দ্বিতীয় ধাপের বিচারকি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপের বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দ্বিতীয় ধাপের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। থানা থেকে যাদের গ্রেফতার করে আনা হবে তাদের কারাগারে পাঠানো হবে। রিমান্ড ও জামিন শুনানি পরে অনুষ্ঠিত হবে। এছাড়া যারা জামিন চাইবেন তাদের ব্যাপারে পরে শুনানি অনুষ্ঠিত হবে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সিএমএম গেটের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ করছিল।এসময় সিএমএম গেট তালা বন্ধ ছিল। এরমধ্যে কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী সিএমএম কোর্টের গেট খুলে দেয়। এসময় আন্দোলনকারীরা সিএমএম আদালত চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালানো শুরু করেন। পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও লাঠিচার্জ করে। পরে তারা বের হয়ে চলে যান।

কোতয়ালী থানার এসআই পার্থ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা সিএমএম আদালত চত্বরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এসময় একটি প্রিজনভ্যান, কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করে।পুলিশ আন্দোলন ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও লাঠিচার্জ করে। বর্তমানে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

জেএ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।